শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

ল রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে আশুতোষ-সারোয়ার

ল রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে আশুতোষ-সারোয়ার

আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আশুতোষ সরকার। সাধারণ সম্পাদক হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা।

শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ল রিপোর্টার্স ফোরামের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আশরাফ উল আলম ২০২২-২০২৩ মেয়াদের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক দিদারুল আলম, যুগ্ম সম্পাদক পদে জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের ফজলুল হক মৃধা, কোষাধ্যক্ষ পদে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের আব্দুল জাব্বার খান, সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না এবং দপ্তর সম্পাদক পদে এস এম নূর মোহাম্মদ।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদ হাসান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে হাবিবুল ইসলাম হাবিব নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য পদে শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল), আমিনুল ইসলাম মল্লিক, মাহমুদুল আলম ও আব্দুল্লাহ তুহিন নির্বাচিত হয়েছেন।
সংগঠনের ১৩টি পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নাম ঘোষণার সময় নির্বাচন কমিশনের সদস্য মিজান মালিক ও তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন।
এর আগে বিদায়ী কমিটির সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় সুপ্রিম কোর্টে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।