শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

সিরিয়ায় ইসরায়েলী হামলায় ৫ জন নিহত

সিরিয়ায় ইসরায়েলী হামলায় ৫ জন নিহত

সিরিয়ার হামা প্রদেশের গ্রামীণ এলাকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত ও একটি শিশুসহ ৭ জন আহত হয়েছে।

শুক্রবার রাতে মাসিয়াফ এলাকায় হামলাটি চালানো হয়েছে বলে সামরিক বাহিনীর বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।
সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটের দিকে ভূমধ্যসারের তীরবর্তী পশ্চিম বেনিয়াসের দিক থেকে হামলাটি শুরু হয়। 
যারা নিহত হয়েছে তাদের মধ্যে একজন বেসামরিক আছেন বলে জানিয়েছে তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র এ হামলা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোর বিস্ফোরণে মাসিয়াফ এলাকার বনে আগুন ধরে যায় আর কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।  
ইসরায়েল কয়েক বছর ধরেই প্রতিবেশী সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। সিরিয়ায় ইরানের সঙ্গে সম্পর্কিত লক্ষ্যস্থলগুলোতে তারা হামলা চালাচ্ছে বলে দাবি তেল আবিবের। সেখানে লেবাননের হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত বাহিনীগুলো মোতায়েন করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
এসব বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ হয়ে সরকারবিরোধী বাহিনীগুলোর সঙ্গে লড়াই করছে।
পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ও সিরিয়ার সরকারবিরোধী দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, আসাদপন্থি বাহিনীগুলোর অস্ত্রের গুদাম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলাগুলো চালানো হয়।  
যে এলাকার হামলা চালানো হয়েছে তা সামরিক এলাকা কি না, তা নির্দিষ্ট করে জানায়নি সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।