জুভেন্টাস ছাড়ছেন দিবালা

জুভেন্টাস ছাড়ছেন দিবালা

কয়েক মাস ধরে চলতে থাকা গুঞ্জনটাই সত্যি হলো অবশেষে। সত্যতা দিলেন খোদ পাওলো দিবালাই। আর্জেন্টাইন এই স্ট্রাইকার জানিয়ে দিলেন, জুভেন্টাস ছাড়ছেন তিনি।
সাত বছরের সম্পর্ক চুকেবুকে যাচ্ছে আজ। আজ লিগের ম্যাচে লাৎসিওর বিপক্ষে মুখোমুখি হচ্ছে জুভেন্টাস, সে ম্যাচটাই জুভেন্টাসের জার্সি গায়ে দিবালার শেষ ম্যাচ হবে।
গতকাল ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে দিবালা নিজেই নিশ্চিত করেছেন ব্যাপারটা। জুভেন্টাসের ভক্তদের ধন্যবাদে জানিয়েছেন কঠিন সময়ে পাশে থাকার জন্য, ‘এমন পরিস্থিতিতে কথাগুলো বলা অনেক কঠিন। এত বছর, এত আবেগের সম্পর্কের পর… আমি ভেবেছিলাম আমরা হয়তো আরও অনেক বছর একসঙ্গে থাকব। কিন্তু ভাগ্য আজ আমাদের দুইদিকে নিয়ে যাচ্ছে। এত বছরের অভিজ্ঞতা, গোল, ম্যাচ, প্রত্যেক ম্যাচ - আমি কখনও ভুলব না।’
দিবালার বিশ্বাসই হচ্ছে না, এত বছরের সম্পর্ক এখনই শেষ হয়ে যাচ্ছে যে, ‘আমি আপনাদের সঙ্গেই বড় হয়েছি, শিখেছি, স্বপ্ন দেখেছি, বেঁচে থেকেছি। ৭ বছর, ১২ শিরোপা ও ১১৫ গোলের এই যাত্রাটা স্বপ্নের মতো ছিল, যা কেউ কেড়ে নিতে পারবে না। কক্ষনও না।’
এই সাত বছরে জুভেন্টাস থেকে যা অভিজ্ঞতা পেয়েছেন, তা আজীবন মনে রাখবেন দিবালা, ‘কঠিন সময়ে আমার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার পাশে ছিলেন, সাহায্য করেছেন, ক্লাবের ভেতরের মানুষ থেকে আমাদের ভক্ত সমর্থক, কোচ, ম্যানেজার সবাইকে ধন্যবাদ জানাই। এই বিখ্যাত জার্সির পরার সঙ্গে এই ক্লাবকে অধিনায়কত্ব দেওয়ার ঘটনাটা আমার জীবনের অন্যতম গর্বের ঘটনা হয়ে থাকবে। যা আমি আমার সন্তান ও নাতিপুতিদের দেখাতে পারব হয়তো কোনো এক দিন।’
জুভেন্টাসের হয়ে এই ৭ বছরে সব মিলিয়ে ২৯১ ম্যাচ খেলেছেন। আজ খেলতে নামবেন ২৯২তম ও শেষ ম্যাচ, ‘এই জার্সি পরে শেষ ম্যাচ খেলতে নামব, ভাবতেই কষ্ট হচ্ছে। তবে এটাই বিদায় হতে যাচ্ছে আমার। সহজ হবে না ব্যাপারটা। তবে আমি হাসিমুখেই মাঠে ঢুকব, মাথা উঁচু করে থাকব, কারণ আমি আপনাদের সবকিছুই দিয়েছি।’
এই ৭ বছরে গোল করেছেন ১১৫, সহায়তা করেছেন ৪৮ গোলে। ২০১৫ সালের মাঝামাঝিতে পালের্মো থেকে ২ কোটি ৮০ লাখ ইউরোর বিনিময়ে জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন এই ফরোয়ার্ড। বাজারে জোর গুঞ্জন, চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানে যোগ দিতে যাচ্ছেন দিবালা।