জেরুজালেমে মুসলিম এলাকায় ইহুদীদের পতাকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা

জেরুজালেমে মুসলিম এলাকায় ইহুদীদের পতাকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা

হাজার হাজার ইসরায়েলি ইহুদী আজ জেরুজালেমের পুরোনো নগর কেন্দ্রের মুসলিম এলাকার ভেতর দিয়ে মিছিল করার যে পরিকল্পনা করছে, তা সেখানে সহিংসতা ছড়িয়ে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনিরা।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নিয়েছিল, সেই বিজয় উদযাপনের জন্য ইহুদীরা এই পতাকা মিছিল করে। এবার তারা এটি উদযাপন করছে এমন এক সময়, যখন কয়েক মাস ধরে মারাত্মক সব সহিংসতার ঘটনায় দুপক্ষের সম্পর্কে তীব্র উত্তেজনা চলছে।

আল-আকসা মসজিদ প্রাঙ্গন ইসরায়েলি ইহুদীদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত, এটিকে তারাও এক পবিত্র ধর্মীয় স্থান বলে দাবি করে।

গত বছর এই পতাকা মিছিলকে কেন্দ্র করে ১১ দিন ধরে গাজায় ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মধ্যে তীব্র সংঘাত চলেছিল।

পুরো জেরুজালেমকেই ইসরায়েল তাদের রাজধানী বলে দাবি করে। কিন্তু তাদের এই দাবি বিশ্বের বেশিরভাগ দেশ এবং ফিলিস্তিনিরা প্রত্যাখ্যান করে।