শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

৬ সিনেমা মুক্তি পাচ্ছে জুনে

৬ সিনেমা মুক্তি পাচ্ছে জুনে

ন মাসজুড়ে ৬ সিনেমা মুক্তির তালিকায় রয়েছে।

৩ জুন ‘আগামীকাল’, ১০ জুন ‘হৃদ মাঝারে তুমি’ ও ‘বিক্ষোভ’, ১৭ জুন ‘অমানুষ’, ২৪ জুন ‘অবাস্তব ভালোবাসা’ সিনেমা মুক্তি পাবে।

এর বাইরে জুনে ‘তালাশ’ সিনেমাও মুক্তির কথা রয়েছে বলে জানান সিনেমার নির্মাতা সৈকত নাসির।

নাট্য নির্মাতা অঞ্জন আইচের প্রথম সিনেমা ‘আগামীকাল’-এ অভিনয় করেছেন ইমন, জাকিয়া বারী মম, সূচনা আজাদসহ অনেকে।

পরিচালক মোস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় ‘হৃদ মাঝারে তুমি’ সিনেমায় অভিনয় করেছেন আইরিন।

শামীম আহমেদ রনির ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করেছেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও শান্ত খান।

অনন্য মামুনের ‘অমানুষ’ সিনেমায় অভিনয় করেছেন নিরব, মিথিলা, মিশা সওদাগরসহ আরও অনেকে।

পরিচালক কাজল কুমারের ‘অবাস্তব ভালোবাসা’ সিনেমায় অভিনয় করেছেন নবাগত জুটি মাহিয়ান চৌধুরী ও জয়।

সৈকত নাসিরের ‘তালাশ’ সিনেমায় জুটি বেঁধেছেন বুবলী ও আজাদ আদর।