শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও ভোটাধিকারের দাবিতে সিলেটে সিপিবি’র বিক্ষোভ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও ভোটাধিকারের দাবিতে সিলেটে সিপিবি’র বিক্ষোভ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও ভোটাধিকারের প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার কোতোয়ালী থানা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলার কোতোয়ালী থানা শাখার সম্পাদক এডভোকেট ফজলুর রহমান শিপু। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট বিভাগীয় সমন্বয়ক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সিলেট জেলা ছাত্র ইউনিয়ন এর সহ সভাপতি হাসান বক্ত চৌধুরী কাওসার।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা। মানুষ আর স্বাভাবিকভাবে জীবনধারণ করতে পারছে না। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে এবং মানুষের ভোটাধিকার-গণতন্ত্র পুরুদ্ধারের লড়াই জোরদার করতে হবে।