শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ৮.৬ ডিগ্রি

সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, ৮.৬ ডিগ্রি

তীব্র শীতে কাপঁছে দিনাজপুরসহ উত্তরাঞ্চল।  এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। শীতের তীব্রতার কারণে অনেকেই কর্মহীন দিন কাটাচ্ছেন। 

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৬ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৮৯ শতাংশ। আগামী দুইদিন পর উত্তর, পশ্চিমাঞ্চলের দুই এক স্থানে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন জেলা আবহাওয়া অধিদপ্তর। 

আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি জানান, দিনাজপুরে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ, বাতাসের গতিবেগ ঘন্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৮-১২ কিলোমিটার পযর্ন্ত উন্নীত হয়েছে। 

এছাড়াও সৈয়দপুর ১১.২,  রাজারহাট ১০, রংপুর ১২.৮. ডিমলা ১০.৬ রাজশাহী ১২.৫, বদলগাছি ১১০.৮,যশোর ১৪.২, শ্রীমঙ্গল ১০.২, চুয়াডাঙ্গায় ১৪.৭, শ্রীমঙ্গলে ১০.২,  ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াস।


তিনি জানান, চলতি মাসের শেষের দিকে (২৯ ডিসেম্বর) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ২/১ স্থানে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কমতে পারে, সেই সঙ্গে নতুন করে একটি শৈত্যপ্রবাহ দেশের কতিপয় স্থানে বিরাজ করতে পারে।