শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী পালন

কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী পালন

৬ জুলাই ’২২ বাসদ (মার্কসবাদী)’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকীতে ঢাকা নগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কেন্দ্রীয় নির্বাহী ফোরাম ও গণসংগঠনের পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

 

সকাল ১০ টায় কেন্দ্রীয় কার্যালয়ে অস্থায়ী বেদীতে বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরাম, বাসদ (মার্কসবাদী) ঢাকা নগর শাখা, শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। ঢাকা নগর শাখার ইনচার্জ নাঈমা খালেদ মনিকার পরিচালনায় আয়োজনে গণসংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিচারণ করে আলোচনা রাখেন সীমা দত্ত, রাজু আহমেদ, জয়দীপ ভট্টাচার্য ও বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর জীবনব্যাপী আপোসহীন যে লড়াই সংগ্রাম তার কথা উল্লেখ করে বলেন— কমরেড মুবিনুল হায়দার চৌধুরী ১৯৭২ সাল থেকে বাংলাদেশের মাটিতে একটি বিপ্লবী পার্টি গঠনের প্রত্যয়ে আমৃত্যু কাজ করেছেন। প্রথমে জাসদের অভ্যন্তরে মতাদর্শিক আলোচনার মধ্য দিয়ে বাসদ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০১৩ সালে বাসদের শোধনবাদী রাজনীতির বিরুদ্ধে লড়াই করে বাসদ (মার্কসবাদী) প্রতিষ্ঠা করেন। মার্কসবাদ—লেনিনবাদ—শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে জীবনের সর্বক্ষেত্র ব্যাপ্ত করে উন্নত চরিত্র অর্জনের সংগ্রামে ছিলেন সামনের কাতারে। দলের অসংখ্য নেতা—কমীর্কে নিজ চরিত্রগুনে উদ্বুদ্ধ করেছেন। হাজার হাজার ছেলেমেয়েকে রাজনীতিতে যুক্ত করেছেন। সামাজিক স্বার্থ ও সাম্যবাদী আদর্শের সাথে একাত্ম তার জীবন ও প্রাণবন্ত চরিত্র চুম্বকের মত মানুষকে আকর্ষণ করতো। শোষিত—নিপীড়িত মানুষের প্রতি গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা, জীবনের সর্বক্ষেত্রব্যাপী মার্কসবাদকে প্রয়োগের সংগ্রাম এবং মানবজাতীর সাংস্কৃতিক অর্জন ও জ্ঞানভান্ডারকে আত্মস্থ করে সমাজ প্রগতির জন্য আজীবন কর্মপ্রচেষ্ঠা তাকে এক অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। এই দৃষ্টান্তস্থানীয় কমিউনিস্ট চরিত্র, তার মহাকাব্যিক জীবন সংগ্রাম এবং যে চিন্তাধারা তাকে পরিচালিত করেছে তার চর্চা সমাজ পরিবর্তনের আন্দোলনকে আগামীদিনে বিকশিত করার স্বার্থেই প্রয়োজন বলে আমরা মনে করি।

সেই বার্তা সমাজের শোষিত মানুষের কাছে পৌঁছানোর লক্ষে আগামী ১৫ জুলাই’২২ শুক্রবার, বিকাল ৪ টায়, বিএমএ অডিটোরিয়াম, জাতীয় প্রেসক্লাবে তার স্মরণসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্মরণসভা সফল করার জন্য নেতৃবৃন্দ উদাত্ত আহ্বান জানান।