শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে, একজনের মৃত্যু

একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে, একজনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৩৬০ জন। এ বছর একদিনে একসঙ্গে এতো রোগী আর পাওয়া যায়নি। এর আগে গতকাল একসঙ্গে ২৯৪ জন রোগী হাসপাতালে ভর্তির তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। রবিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

আক্রান্তদের মধ্যে ২৩৯ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১২১ জন। তাছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৩ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনও রয়েছেন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৬৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১২৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৮৯৩ জন, আর বাকি ২৩৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮ হাজার ৭৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ৫৮৯ জন।