শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

৬ মাস বেতন নেই ১১০০ শ্রমিকের, কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগ

৬ মাস বেতন নেই ১১০০ শ্রমিকের, কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত স্ক্যানডেক্স নিট ওয়্যার লিমিটেডের এক হাজার ১০০ শ্রমিকের ছয় মাসের বেতন না দিয়ে ফ্যাক্টরি তালাবদ্ধ করে মালিক উধাও হয়ে গেছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।

তারা অভিযোগ করেন, মালিক কর্তৃপক্ষ ৩৫০ কোটি টাকা বিদেশে পাচার করে ফ্যাক্টরি লে-অফ (কাজ বন্ধ) ঘোষণা করে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা জানান শ্রমিকরা।

স্ক্যানডেক্সের শ্রমিক মো. শামীম হোসেন বলেন, ছয় মাসের বেতন না দিয়ে মালিক কর্তৃপক্ষ ফ্যাক্টরি তালাবদ্ধ রেখে উধাও হয়ে গেছে। মালিকরা ৩৫০ কোটি টাকা বিদেশে পাচার করে এখন ফ্যাক্টরি লে-অফ ঘোষণা করেছে। আমরা বেপজা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা বলে ‘তোমাদের চাকরি আছে, বেতনও পাবে।’ কিন্তু মালিক কোনো বেতন দেয় না।

তিনি বলেন, বেপজা আমাদের পরপর তিনবার বেতন দেওয়ার কথা বলেছে। তারা ২০২৩ সালের এপ্রিলে যোগাযোগ করার জন্য বলেছে। কিন্তু স্ক্যানডেক্স গার্মেন্টসের প্রায় এক হাজার শ্রমিক কীভাবে বেতন পাবে, আমরা কীভাবে আমাদের প্রাপ্য পাবো, কীভাবে আমাদের পরিবার চলবে- এ ব্যাপারে কোনো কিছুই বলে নাই। এ অবস্থায় আমরা দীর্ঘ ছয় মাস ধরে কোনো বেতন না পেয়ে মানবেতর জীবন-যাপন করছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম দুলু, মাসুদ ও রাজু আহম্মেদসহ ভুক্তভোগী শ্রমিকরা।