শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

জন লি হংকংয়ের নতুন নেতা

জন লি হংকংয়ের নতুন নেতা

হংকংয়ের নতুন নেতা নির্বাচিত হয়েছেন চীনপন্থী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত সাবেক নিরাপত্তা প্রধান জন লি। হংকংয়ের ওপর নিজেদের দখল আরও শক্তিশালী করার জন্য জন লিকে নেতা হিসেবে নির্বাচন চীন সরকারের একটি বড়  পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

রোববার (৮ মে) প্রকাশিত খবরে একথা জানিয়েছে বিবিসি ও আল-জাজিরা।


জন লি হংকংয়ের বিদায়ী প্রধান নির্বাহী ক্যারি লামের স্থলাভিষিক্ত হবেন। ২০১৭ সাল থেকে এ দায়িত্ব পালন করছিলেন লাম।

সংবাদ মাধ্যম জানায়, রোববার নির্বাচন কমিটির জন লি ১ হাজার ৫০০ জন সদস্যদের মধ্যে মধ্যে ১ হাজার ৪১৬ জনের ভোট পেয়েছেন জন লি। তার বিপক্ষে ভোট দিয়েছেন ৮ জন।

বেইজিংয়ের আরোপিত নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য ২০২০ সালে ৬৪ বছর বয়সী জন লি'র ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। চীনের জারি করা ওই আইনের কারণে সে সময় ১৫০ জনের বেশি মানুষকে আটক করা হয়। 


সূত্র: বিবিসি, আল-জাজিরা