শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

নারায়ণগঞ্জে স্টিল মিলে জেনারেটর বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জে স্টিল মিলে জেনারেটর বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জে একটি স্টিল মিলের জেনারেটর বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশে ফ্রেশ স্টিল মিল নামে একটি কারখানার জেনারেটর সার্ভিসিং করার সময় বিস্ফোরণে তিনজন দগ্ধ হন। তাঁরা হলেন মো. নাজমুল (২৭), মো. শামীম (৩২) ও বাশার (২৮)। তাঁরা ওই কারখানার কর্মী।

স্টিল মিলের সুপারভাইজার মো. সুমন বলেন, গুরুতর আহত অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। শামীমের শরীরের ৪৫ শতাংশ, নাজমুলের ৬১ শতাংশ ও বাশারের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে।