শিরোনাম
নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস ধ্রুব’র অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন অনলাইনে কুতথ্য প্রতিরোধে সফল ভূমিকা রাখছে আইইডি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সম্মেলন নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে গাইবান্ধায় বাম জোটের বিক্ষোভ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জরুরী পদক্ষেপের দাবি বাম জোটের জ্বালানি খাতে এখনই ৪০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব খাওয়ার স্যালাইনের সহ-উদ্ভাবক বাংলাদেশের বন্ধু রিচার্ড ক্যাশ মৃত্যু বরণ করেছেন বিসিএস পরীক্ষা দেওয়া যাবে তিনবার  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগের আলটিমেটাম  বাংলাদেশ থেকে পাচারকৃত টাকা ফেরাতে  আইএমএফ ও বিশ্বব্যাংক সহযোগিতায় রাজি

যুব ইউনিয়নের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যুব ইউনিয়নের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ মার্চ ২০২৪, শুক্রবার রাজধানীর পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে দিনব্যাপী বাংলাদেশ যুব ইউনিয়নের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্র সংশ্লিষ্ট জেলা নেতৃত্বের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি খান আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নুর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা প্রথম পর্বে সংগঠন ও নেতৃত্ব বিষয়ে আলোচনা করেন,  সংগঠনের সাবেক প্রেসিডিয়াম সদস্য বিকাশ সাহা। দ্বিতীয় পর্বে আলোচনা করেন মার্কসবাদী তাত্ত্বিক গবেষক, লেখক, অনুবাদক জাবেদ হুসেন আলোচনা করেন মার্কস ও লেনিনের দৃষ্টিতে যুব আন্দোলন ও যুব সংগঠনের সংগ্রাম প্রসঙ্গে। প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াও ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালাতে যুব সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের কার্যকরী উপায় নিয়ে আলোচনা করা হয়।

যুব বেকারত্ব নিরসনে যুব গণসংগঠনের করণীয় সম্বন্ধে আলোচনা করতে আলোচকবৃন্দ বলেন, আদর্শিক দিক থেকে ঐক্যবদ্ধ এবং সংগঠিত একটি যুব সংগঠনের পক্ষেই কেবল সম্ভব বাংলাদেশে কার্যকরী যুব আন্দোলন গড়ে তোলা। কার্যকর যুব আন্দোলন ছাড়া বাংলাদেশের মতো উন্নয়নশীন দেশে বেকারত্ব বিলোপ ও সকলের জন্য  কর্মসংস্থান নিশ্চিত করা অসম্ভব।